বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

শিশু হত্যায় দুজনের যাবজ্জীবন

নাটোরের সিংড়ায় শিশু হত্যার দায়ে রফিকুল ইসলাম (৩৯) ও আবু সাঈদ (৩৪) নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ২০১৪ সালের ২৩ ডিসেম্বর গাড়াবাড়ি গ্রামের নুরাজিত প্রামাণিকের মেয়ে মিম আকতার নিখোঁজ হয়। ২৬ ডিসেম্বর সন্ধ্যায় একটি ডোবায় মিমের মরদেহ পাওয়া যায়।

—নাটোর প্রতিনিধি

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় গতকাল পুকুরে ডুবে রাহিম বাবু (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলা সদরের চালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের ভ্যানচালক হযরত আলীর মেয়ে রোমানার ছেলে রাহিম বাবু। রোমানা ও তাঁর স্বামী ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। ছেলেকে নানার বাড়িতে রেখে গিয়েছিলেন। এদিকে রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশের পুকুরে গতকাল গোসল করতে নেমে পানিতে ডুবে রাতুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে নগরীর লোকনাথ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া ও রাজশাহী

বখাটের ৬ মাসের জেল

লালমনিরহাটের আদিতমারীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে সোহেল রানা (২৪) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদইমব প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে এই আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদিতমারীর ইউএনও আসাদুজ্জামান। দণ্ডপ্রাপ্ত সোহেল উপজেলার সারপুকুর ইউনিয়নের মশুর দৌলজোর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।

—লালমনিরহাট প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর