শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মণ্ডপে মণ্ডপে আ.লীগ-বিএনপি অনুদান, শুভেচ্ছা বিনিময়

শারদীয় দুর্গোৎসব

প্রতিদিন ডেস্ক

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে সনাতান ধর্মাবলম্বীদের শারদীয় দুগাঁপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে অনুদান প্রদান করেছেন আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা ও ব্যবসায়ীরা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— বগুড়া : বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন পৌরমেয়র তৌহিদুর রহমান মানিক। তার সঙ্গে ছিলেন, প্যানেল মেয়র হারুন উর রশীদ, কাউন্সিলর শামছুদ্দোহা শামীম, মোমিনুল ইসলাম মোমিন, ফরিদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা হাবিবুল আলম মাস্টার, রাম নারায়ণ কানু, দুলাল চন্দ  সরকার, পরিতোষ মোহন্ত, শিক্ষক সংগ্রাম মোহন্ত, রামপ্রসাদ গুপ্ত প্রমুখ। গোপালগঞ্জ : অষ্টমীর দিন থেকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী লিয়াকত আলীর নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। নেত্রকোনা : শুক্রবার রাতে বৃষ্টি আর ঝড়ো হাওয়া উপেক্ষা করে হাওরাঞ্চলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী এলাকার নেতারা। মদন উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শফি আহমেদ। অন্যদিকে, জেদ্দা আওয়ামী লীগ সভাপতি মমতাজ হোসেন চৌধুরীও নিজ এলাকার পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দেন। এ সময় মদন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার ১৮৭টি পূজামণ্ডপে বিশ লক্ষাধিক টাকা অনুদান দিয়েছেন ইনডেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পীরজাদা শফিউল্লাহ আল মুনির। শুক্রবার টাঙ্গাইলের কালিবাড়ির নাট মন্দিরে এক অনুষ্ঠানে বিভিন্ন মণ্ডপের প্রতিনিধিদের হাতে এই টাকা তুলে দেন। সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিউল্লাহ আল মুনির, ভারতীয় হাই কমিশনের উপদেষ্টা দিব্বাঞ্জন রায়, ভারতীয় আন্তর্জাতিক চেম্বার অ্যান্ড কমার্সের ডেপুটি সেক্রেটারি অমরেন্দ  কুমার সিং, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান, আওয়ামী লীগ নেতা তানভীর হাসান প্রমুখ। ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম আজাদ লিটন। বদরগঞ্জ : রংপুরের বদরগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম রসুল বকুল। দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দির বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য ও কুমিল্লা-১ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার নাঈম হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা ভিপি অহিদ সরকার, আনোয়ার হোসেন, মহিউদ্দিন সরকার, আ. সালাম, মঞ্জিল তালুকদার প্রমুখ। রূপগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গা পূজায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক লাখ ৬৮ হাজার ৪০০ আনসার ও ভিডিপি  সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন মহাপরিচালক শেখ পাশা হাবিবউদ্দিন। তিনি গতকাল রাতে ঢাকেশ্বরী ও রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনকালে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন উপ-মহাপরিচালক (অপারেশন) দিলীপ কুমার বিশ্বাস, ঢাকা রেঞ্জের কমান্ডার মোহাম্মদ নুরুল আমিন, এএসএফ মহসীন ভূইয়াসহ অন্যান্য কর্মকর্তা।

সর্বশেষ খবর