শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় পাবনা, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জে সাত জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

পাবনা : পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কে এক সড়ক দুর্ঘটনায় হরিজন সম্প্রদায়ের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা দুইটার দিকে পবনা-সুজানগরের সংযোগস্থল চরতারাপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, পাবনা হরিজন কলোনির মৃত মনুয়ারের ছেলে রাজ ও সুজানগর উপজেলা পরিষদের পরিছন্নকর্মী মিলন ভুইমালীর ছেলে বাবু ভুইমালী (৩৬)।

কুমিল্লা : কুমিল্লায় কাভার্ড ভ্যান উল্টে দুই জন নিহত হয়েছেন। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর উপজেলার ঝাগুরজুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পথচারী ব্রাহ্মণবাড়িয়া জেলার আমির হোসেন ও গাড়ির হেলপার বিল্লাল হোসেন। বিল্লাল হোসেনের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে দ্রুতগামী ট্রাকের পেছনে মাছ বহনকারী ট্রাকের ধাক্কায় চালক সুজন (২৫) নিহত হয়েছেন। নিহত সুজন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নলদা গ্রামের হাসেম আলীর ছেলে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে (পল্লী বিদ্যুৎ) এ দুর্ঘটনাটি ঘটে। গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম দেলোয়ার হোসেন (৪০)। তার বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরে। নারায়ণগঞ্জ : বন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় খোরশেদ আলম নামের পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার ভোরে তার মৃত্যু ঘটে। নিহত কনস্টেবল খোরশেদ আলম বন্দরের কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়।

সর্বশেষ খবর