শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ডাকসেবা থেকে বঞ্চিত সান্তাহার রেলকর্মীরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সান্তাহার রেলওয়ে পোস্ট অফিস ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় পোস্ট অফিস ভবনটি স্থানান্তর করে পৌর এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। এতে সান্তাহারের শত শত রেল কর্মী, রেল যাত্রী ও সাধারণ মানুষ বিড়ম্বনায় পড়েছেন। জানা যায়, ট্রেনে এসে স্টেশনে নেমে অবসরপ্রাপ্ত রেলকর্মীরা পেনশনের টাকা উত্তোলন ছাড়াও নানা রকম কাজ করতেন এই রেলওয়ে পোস্ট অফিসে। এখন তাদের যেতে হচ্ছে স্টেশন ছেড়ে অনেক দূরে। পোস্টকর্মীরা রেলে যেসব ডাক আসতো সেসব বাছাই করতো এবং দ্রুত আরেকটি ট্রেনে তুলে দিতো। এ সব ডাক নিয়ে এখন তাদের অনেক পথ দৌড়াতে হয়। এতে ঝামেলাও বেড়েছে। সঠিক সময়ে ডাক পৌঁছানোর নিশ্চিয়তা থাকছে না। ডাক ও রেলকর্মীরা রেলের এই পোস্ট অফিস ভবনটি দ্রুত পুন:নির্মাণের জন্য রেল ও পোস্ট অফিস কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ খবর