শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শেখ হাসিনা বিশ্ব শান্তি ও মানবতার নেতা

------------ জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

শেখ হাসিনা বিশ্ব শান্তি ও মানবতার নেতা

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা এখন বিশ্ব শান্তির নেতা। তাঁর দূূরদর্শিতায় বাংলাদেশ গর্বিত রাষ্ট্র। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছেন। শেখ হাসিনা বিশ্ব শান্তি ও মানবতার নেতা।

বৃহস্পতিবার ভোলার চরফ্যাশনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ প্রমুখ। উপমন্ত্রী জ্যাকব বলেন, সারা দেশে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব চলছে। উৎসবে জাতি ধর্মের কোনো বিরোধ নেই। ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। রাষ্ট্র সাংবিধানিকভাবে সব ধর্মের সমান অধিকার দিয়েছে। সংবিধানিকভাবে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সুযোগ-সুবিধা ভোগ করার অধিকার রয়েছে। একটি মানুষও যেন তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত না হন।

সর্বশেষ খবর