শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পল্লী চিকিৎসকের বাড়িতে হামলার ঘটনায় মামলা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই এলাকার এক পল্লী চিকিৎসকের বাড়িতে প্রতিবেশী এক শিক্ষকের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনায় বৃহস্পতিবার মামলা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর এ হামলার ঘটনা ঘটে। পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট ১ম আদালতে পল্লী চিকিৎসক আবুল বশারের স্ত্রী মোসা. মানছুরা বেগম বাদী হয়ে মো. আসাদুজ্জামান হিরন মাস্টারকে প্রধান আসামি করে আরও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা করেন। আদালতের বিজ্ঞ বিচারক মো. আমিরুল ইসলাম মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে এজাহার হিসেবে গণ্য করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। মামলা সূত্রে জানা যায়— ওই চিকিৎসকের বসতঘরে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে বাধা দিলে মারধর করা হয় তার পুত্রবধূকে। খবর পেয়ে মামলার বাদী মানছুরা বেগমসহ স্বজনরা উপস্থিত হয়ে প্রতিবাদ করলে তাদেরও মারধর করা হয়। সন্ত্রাসীরা লুটে নেয় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা।

সর্বশেষ খবর