শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

দরিদ্রদের ৭১ রিকশা প্রদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে ৭১ জন হতদরিদ্রকে ৭১টি রিকশা দিয়েছে মুন্সীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। এর মধ্যে ২১টি মেয়র হাজী ফয়সল বিপ্লবের ব্যক্তিগত তহবিল এবং বাকিগুলো পৌরসভার পক্ষ থেকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যলয়ের মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব রিকশা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (উপ-সচিব) আবু সালেহ্ মো. মহিউদ্দিন খাঁ। উপস্থিত ছিলেন, সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জল, ভবতোষ চৌধুরী নুপুর, অ্যাডভোকেট সেতু ইসলাম, প্যানেল মেয়র সুলতান বেপারী প্রমুখ।

—মুন্সীগঞ্জ প্রতিনিধি

হার্ট দিবস পালিত

‘দৈনন্দিন জীবনধারা একটুখানি পাল্টালে, হৃদরোগের সম্ভাবনাও কমতে থাকবে দ্বিগুণ তালে’ এই স্লোগানে কুমিল্লায় পালিত হলো বিশ্ব হার্ট দিবস-২০১৭। দিবসটি উপলক্ষে গতকাল কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে রঙ্গিন বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। পরে  হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার আয়োজনে টাউন হল মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম ও সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। সেমিনারে হৃদরোগের কারণ ও প্রতিকারের বিষয়ে বক্তারা আলোচনা করেন। —কুমিল্লা প্রতিনিধি

নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বারোমাসিয়া নদীতে গোসল করার সময় পানিতে ডুবে সুখিতন বেওয়া (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার কিষামত শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুখিতন বেওয়া ওই  গ্রামের মৃত. ছবদেল খাঁনের স্ত্রী। স্থানীয়রা জানান, গতকাল দুপুরের বাড়ির পাশে বরোমাসিয়া নদীতে গোসল করার সময় সুখিতন বেওয়া পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী নদী থেকে তার লাশ উদ্ধার করে।

—ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মাদকসহ আটক ২

বরগুনার আমতলী উপজেলার চিলা গ্রামে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ইউসুফ মিয়ান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ইউসুফের বাড়ি ওই গ্রামে। এদিকে, দিনাজপুরের পার্বতীপুরে ১৫ বোতল ফেন্সিডিলসহ রবিউল ইসলাম (২২) এক চোরাচালানীকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে তাকে আটক করা হয়। রবিউল ফুলবাড়ী উপজেলার পাঠক পাড়ার ফজলুল হকের ছেলে। এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে।

—প্রতিদিন ডেস্ক

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হামলা-নির্যাতন ও হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে মেঘনা উপজেলার মানিকারচর হাইস্কুল মাঠে মেঘনা উপজেলা ইমান আকিদা সংরক্ষণ কমিটির উদ্যোগে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ হয়। মাওলানা আফতাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি মাওলানা ফয়জুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের সহ-সভাপতি আবুল হাসনাত, মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, মাওলানা মহিউদ্দিন, আ. হাই আব্বাসী, মাওলানা হোসাইন, মাওলানা মাহবুব আলম, মাওলানা ফজলুল করিম প্রমুখ।

—দাউদকান্দি প্রতিনিধি

এক রাতে তিন বাড়িতে ডাকাতি

মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এক রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, সোনাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে জানা গেছে। ডাকাতির ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। ডাকাতদের মারপিটে লেহাজ উদ্দিন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার রাতে ১০/১২ জনের ডাকাতদল বেলতৈল গ্রামের আফজাল খানের বাড়িতে হানা দেয়। পরে জব্বার ও লেহাজ উদ্দিনের বাড়িতে হানা দেয়। অন্যদিকে একই গ্রামের মনোয়ারা বেগমের বাড়িতে ডাকাতির চেষ্টা করে বলে জানা গেছে।  —টাঙ্গাইল প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর