শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বেনাপোলে বাংলাদেশ ভারত উচ্চ পর্যায়ের কমকর্তাদের বৈঠক

বেনাপোল প্রতিনিধি

ভারত ও বাংলাদেশের বাণিজ্য, নৌপরিবহন, স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমকর্তাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য আরও গতিশীল করতে বেনাপোল কাস্টমস হাউসে গতকাল এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন ভারতের ল্যান্ডপোর্ট অথরিটির চেয়ারম্যান বিআর শর্মা। দুই দেশের বন্দর উন্নয়ন ও আমদানি-রফতানি বাণিজ্যের ওপর গুরুত্বারোপ করে বক্তৃতা করেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, বাণিজ্য মন্ত্রালয়ের যুগ্ম সচিব এইচএম আহসান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব শাফায়েত হোসেন, ভারতের বর্ডার ম্যানেজমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক বিলমিকি প্রশাদ, বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি অনুরাগ শর্মা প্রমুখ। বৈঠকে বন্দরের জমি অধিগ্রহণ, নতুন শেড ও বাইপাস সড়ক নির্মাণের সিদ্ধান্ত হয়। পরে প্রতিনিধি দলটি বেনাপোল বন্দর ও ভারতের পেট্রাপোল বন্দর পরিদর্শন করেন।

সর্বশেষ খবর