মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

অপসারণ হলো সেই স্কুলমাঠের পানি

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার কলম গোলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে বৃষ্টি হলেই পানি জমে। প্রায় ছয় মাস ধরে জলাবদ্ধতা থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করার সুযোগ পায় না। এ সংক্রান্ত একটি প্রতিবেদন ৩০ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে ছাপা হলে বিষয়টি সবার নজরে আসে। সংবাদটি দেখার পরই স্থানীয় এমপি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সেচ মেশিন বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। জলাবদ্ধতা দূর করার স্থায়ী সমাধান হিসেবে দ্রুত মাঠ ভরাট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প কর্মকর্তাকে নির্দেশ দেন। জানা যায়, ১৯২৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। ২০১৩-১৪ অর্থ বছরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঐকান্তিক প্রচেষ্টায় নতুন ভবন নির্মিত হয়। কিন্তু বিদ্যালয়ের সামনে পানি জমে থাকার ফলে সার্বিক কার্যক্রমে বিঘ্ন হচ্ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর