মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

লরিচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

  ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় গতকাল তেলবাহী লরিচাপায় সিফাত আহমেদ প্রান্ত (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন তার বন্ধু শিবলু। সিফাত সাভার মজিদপুরের আব্দুল হাকিমের ছেলে ও         আহসানউল্লাহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। দুর্ঘটনার সময় হতাহতরা মোটরসাইকেলে ছিলেন।

—সাভার প্রতিনিধি

নাসিরনগরে ঘটনার বিচার দাবি

ফেসবুকে কাবা শরীফের ছবি বিকৃত করার ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-হরিপুরের হিন্দুদের বাড়ি ও মন্দির ভাঙচুরের ঘটনার বিচার, দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের দাবিতে সমাবেশ এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। নাসিরনগরের ইউএনও লিয়াকত আলীর মাধ্যমে প্রধানমন্ত্রী ও ওসি আবু জাফরের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর গতকাল এ স্মারকলিপি পাঠানো হয়।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়া শহরে রেলস্টেশন ও রেলপথ ঘিরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেল বিভাগের কর্মকর্তারা। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান। এতে নেতৃত্ব দেন রেলওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. আব্দুল মান্নান। ট্রেনের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর