মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ইউপি সদস্যের মারধরের জেরে কিশোরীর আত্মহত্যা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ইউপি সদস্যের মারধরের শিকার হয়ে বিষ খেয়ে কিশোরীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নাটেরকোনা গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ না আসলেও পুলিশ বিষয়টি আমলে নিয়েছে। জানা গেছে, মৌগাতি ইউপি সদস্য আব্দুল হামিদ ডেন্ডু নাটেরকোনা গ্রামের কিশোরী আফসানার বাবা জয়নাল উদ্দিনের কাছ থেকে নির্বাচনের সময় টাকা ধার নেন। টাকা চাইতে গেলে প্রায়শই তাদের মারধর করেন। এরই ধারাবাহিকতায় গত রবিবার রাতে ডেন্ডু মেম্বারের কাছে টাকা চাইতে গেলে মেম্বার কিশোরী ও তার মাকে রান্নার চেলি দিয়ে আঘাত করে। এ ঘটনায় কিশোরী আফসানা ক্ষোভে সোমবার সকালের দিকে একই গ্রামে নানার বাড়ি চলে যায়। সেখানে নানার বসতঘরে পোকা দমনের বিষ খেয়ে ফেলে। দুপুরের পর বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিশোরীর বাবা জয়নাল উদ্দিন জানান, আমার মামা শ্বশুর আব্দুল হামিদ ডেন্ডু মেম্বার। তিনি ইনেকশনের সময় খরচের জন্য কিছু টাকা ধার নেন। এরপর থেকে দিবে দিবে করে আর দেয় নি। টাকা চাইতে গেলে আমার স্ত্রী ও তার ভাগনি মঞ্জুরাকে মারধর করেন। এ নিয়ে গতকাল আমার মেয়ে আফসানাকে লাকড়ি দিয়ে ঢিল ছুড়ে মারে। এরপর মেয়ে লজ্জায় এ ঘটনা ঘটিয়েছে।

 

সর্বশেষ খবর