মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মন্দির ভাঙচুর : আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা গ্রেফতার ৬

মানিকগঞ্জ প্রতিনিধি

জমি দখল ও মন্দির ভেঙে কালি মূর্তি অপসারণের অভিযোগে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খানের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় তার ভাগ্নে ইউপি চেয়ারম্যান আলাল হোসেনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত আসামি মোমিন শেখসহ ৬ জনকে গ্রেফতার করেছে। শিবালয় শীলপাড়া মন্দির কমিটির সভাপতি প্রমথ চন্দ  শীল সূর্য মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে আব্দুর রহিম খান ও তার ভাগ্নে আলালের নেতৃত্বে ৬০/৭০ জন লোক মন্দিরের ঘর ভাঙচুর করে এবং প্রতিমা নিয়ে যায়। ভাঙচুরের শব্দ শুনে এগিয়ে গেলে প্রমথ চন্দ্রকে গালাগাল এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের            হুমকি দেয়। অভিযুক্ত আব্দুর রহিম খান বলেন, ওই স্থানে কোনো মন্দির ছিল না। তার ক্রয়কৃত জমি দখল করার জন্য এই নাটক সাজানো হয়েছে।

শিবালয় থানার ওসি মনিরুল ইসলাম জানান, ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মন্দির এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ খবর