বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভুল চিকিৎসায় মৃত্যু, বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকায় মেডিপ্লাস হাসপাতাল নামের একটি বেসরকারি ক্লিনিকে গতকাল ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ সময় স্বজনরা বিক্ষোভ শুরু করলে ক্লিনিক কর্তৃপক্ষ পরিস্থিতি শান্ত করে। মৃত পারভীন আক্তার ফতুল্লার লালপুর এলাকার হোসেন মিয়ার স্ত্রী। স্বজনরা জানায়, মেডিপ্লাস হাসপাতালে পারভীন আক্তারের জরায়ু অপরাশেন করেন ডাক্তার শান্তা ইসলাম। এ সময় ভুল চিকিৎসায় অতিরিক্ত রক্তক্ষরণে পারভীনের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি কর্তৃপক্ষ গোপন রেখে পারভীনকে উন্নত চিকিৎসার জন্য শহরের খানপুরের ৩০০ শয্যার হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা পারভীনকে মৃত ঘোষণা করেন। ৩০০ শয্যা হাসপাতালের ডাক্তার জান্নাতুল নাইম জানান, পারভীনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম মাজহার জানান, বিক্ষোভের খবর পেয়ে হাসপাতালে এসে পরিস্থিতি শান্ত করেছি। ক্লিনিক মালিক মোফাজ্জল হোসেন মিন্টু এটিকে দুর্ঘটনা দাবি করে বলেন, ‘এ বিষয়ে কিছু বলার নেই’।

সর্বশেষ খবর