রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে বর্ণাঢ্য আয়োজন

প্রতিদিন ডেস্ক

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল। দিবসটি উপলক্ষে সারা দেশে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, র‌্যালি, আলোচনা সভা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বরিশাল : সদর রোডের দলীয় কার্যালয়ে সমাবেশে সভাপতিত্ব করেন মেজবাউদ্দিন জুয়েল। বক্তব্য রাখেন অ্যাড. তালুকদার মো. ইউনুস এমপি, অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, অ্যাড. একেএম জাহাঙ্গীর প্রমুখ। বগুড়া : শহরের সাতমাথায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল মান্নান এমপি। শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অ্যাড. রেজাউল করিম মন্টু, মঞ্জুরুল আলম মোহন, কামরুন্নাহার পুতুল। মৌলভীবাজার : জেলা যুবলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা যুবলীগ নেতাকর্মীরা। পরে নাহিদ আহমদ ও সৈয়দ রেজাউর রহমানের নেতৃত্বে র‌্যালি বের হয়। চুয়াডাঙ্গা : হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির নেতৃত্বে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। অপরদিকে শহীদ হাসান চত্বরের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওবাইদুর রহমান চৌধুরী জিপু। ফরিদপুর : দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুষ্প্যমাল্য অর্পণ শেষে র‌্যালি বের হয়ে স্থানীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ করে। সেখানে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন লোকমান হোসেন মৃধা, খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ। লালমনিরহাট : শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাড. মতিয়ার রহমান। মোড়ল হুমায়ুন কবীরের সভাপতিত্বে অন্যান্যের নজরুল ইসলাম রাজু, সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তৃতা করেন। মাগুরা : দলীয় কার্যালয়ে কেক টাকা শেষে ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুন্সি রেজাউল হক, আলী আহম্মেদ আহাদ, অ্যাড. আশরাফ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। মেহেরপুর : শহীদ শামসুজ্জোহা পার্কে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি উদ্বোধন করেন মাহফুজুর রহমান রিটন। এ সময় শহিদুল ইসলাম পেরেশান, আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নরসিংদী : মোসলেহ উদ্দিন ভূঞা স্টেডিয়াম থেকে আনন্দ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। বিজয় কৃষ্ণ গোস্বামীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন— পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হীরু, সংসদ সদস্য অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সিরাজুল ইসলাম মোল্লা। নোয়াখালী : র‌্যালি শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইকবাল করিম তারেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন— একরামুল করিম চৌধুরী এমপি, অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, আবদুল মমিন প্রমুখ। নাটোর : সিংড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে র‌্যালি বের হয়। পরে সিংড়া বাসস্ট্যান্ডে সমাবেশে প্রধান অতিথী ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। ঝিনাইদহ : শহরের পুরানো ডিসিকোর্ট চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে শেষ হয়। পরে সমাবেশে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, অ্যাড. আজিজুর রহমান, জসিম মাতব্বর, আশফাক মাহমুদ জন প্রমুখ উপস্থিত ছিলেন। ভোলা : রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এনামুল হক আরজু। এ ছাড়া আতিকুল রহমান, শাহবুদ্দিন লিটন, মনিরুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন। ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা ও বালিয়াডাঙ্গী উপজেলা শাখা যুবলীগ পৃথক র‌্যালি বের করে। এতে সাদেক কুরাইশী, আব্দুল মজিদ আপেল, মোহাম্মদ আলী, মাজেদুর রহমানসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। হবিগঞ্জ : সকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা যুবলীগ। এ সময় আতাউর রহমান সেলিম, শওকত আকবর সোহেল, তাজ উদ্দিন আহমেদ তাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ : জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে র‌্যালি বের হয়। এতে  নেতৃত্ব দেন শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু। র‌্যালিতে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, যুগ্ম সম্পাদক শাহ নিজামসহ অন্যরা অংশ নেন। মিছিল শেষে আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা হয়।

সর্বশেষ খবর