রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আজ সেই ভয়াল ১২ নভেম্বর

ভোলা প্রতিনিধি

আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে ভোলাসহ উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ১০ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। ব্যাপক ধ্বংসযজ্ঞে বিরানভূমিতে পরিণত হয় গোটা উপকূল। সেই বিভীষিকাময় দিনের স্মরণে এদিন আলোচনাসভা, সেমিনার, কোরআনখানি ও মিলাদ মাহফিল আয়োজন করেন বেঁচে থাকা স্বজনরা। প্রলয়ঙ্কারী সেই ধ্বংসজজ্ঞের প্রত্যক্ষদর্শী তৎকালীন সাংবাদিক বর্তমান ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান জানান, তখন রমজান মাস ছিল। ১১ নভেম্বর বুধবার দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি। পরদিন ১২ নভেম্বর বৃহস্পতিবার আবহাওয়া আরো খারাপ হতে লাগল এবং মধ্যরাত থেকেই ফুঁসে উঠতে লাগল সমুদ্র। তীব্র বেগে লোকালয়ের দিকে ধেয়ে আসল পাহাড় সমান উঁচু ঢেউ। ৩০/৪০ ফুট উঁচু সেই ঢেউ আছড়ে পড়ল লোকালয়ের ওপর। মুহূর্তেই কুটার মতো ভাসিয়ে নিয়ে গেলো মানুষ, গবাদিপশু, বাড়িঘর, গাছপালা সব কিছু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর