রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে সুকল (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার ফিলিপনগর ইউপির ইসলামপুর গ্রামে পদ্মা নদীতে ডুবে তার মৃত্যু হয়। নিহত শিশু সুকল রামকৃষ্ণপুর ইউনিয়নের খড়িবুনা ইসলামপুর গ্রামের পালু মন্ডলের ছেলে। এদিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাটে পৌরশহরের জলাশয়ে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টায় পৌরশহরের চুনারুঘাট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ক্রস রাস্তার জলাশয়ে এ ঘটনা ঘটে।

—কুষ্টিয়া ও হবিগঞ্জ প্রতিনিধি

প্রাগপুরে স্থলবন্দর দাবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে স্থল বন্দর স্থাপনের দাবিতে এক সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। শনিবার দুপুরে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের অফিসে প্রাগপুর স্থল বন্দর বাস্তবায়ন কমিটির ব্যানারে এ সংবাদ সম্মেলন হয়। স্থর বন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি নাসির উদ্দিন মাষ্টার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, প্রাগপুরে স্থল বন্দর হলে বেনাপোল স্থল বন্দরের তুলনায় ঢাকার সঙ্গে কলকাতার দূরত্ব অনেকাংশে কমে আসবে। —কুষ্টিয়া প্রতিনিধি

তিন বনদস্যু আটক

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে একটি পাইপগান ২০ রাউন্ড গুলিসহ তিন বনদস্যুকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খাল থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, শ্যামনগরের রবিউল, তালার তবিবুর ও খুলনার রুপসার শহীদুল। —সাতক্ষীরা প্রতিনিধি

মাদকবিরোধী সভা

রূপগঞ্জের পার্শ্ববর্তী ডেমরার কোনাপাড়ায় মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী হাফিজীয়া মাদরাসার উদ্যোগে গতকাল রাতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী আলোচনা সভা হয়েছে। মাদ্রসাটির প্রতিষ্ঠাতা দ্বীন মোহাম্মদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোলস্না সজল। উপস্থিত ছিলেন মাসুদুর রহমান বাবুল, কৌশিক আহমেদ জসিম, এনাম ইসলাম প্রমুখ।

—রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর