রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

কীটতত্ত্ব সমিতির সম্মেলন

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মাহ্বুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ড. মোনাওয়ার আহমাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শোয়েব হাসান। প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ নূরুল আলম। সমিতির সাধারণ সমপাদক ড. দেবাশীষ সরকারও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ড. মো. আব্দুল হামিদ মিয়াকে বিইএস স্বর্ণপদক, ড. মো. আখতারুজ্জামান সরকার, ড. মো. দেলোয়ার হোসেন প্রধান, সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মো. গোলাম সারোয়ারকে বেস্ট পিএইচডি থিসিস অ্যাওয়ার্ড ২০১৭ প্রদান করা হয়।

সর্বশেষ খবর