সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিল এলাকার মানুষের দুঃসহ জীবন

যাতায়াতের একমাত্র ভরসা নৌকা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিল এলাকার মানুষের দুঃসহ জীবন

উজিরপুরের হারতার বিলে নৌকা চালিয়ে বাড়ি যাচ্ছেন এক নারী

বরিশালের উজিরপুর, আগৈলঝাড়া, বানারীপাড়া এবং পিরোজপুরের নাজিরপুর, নেছারাবাদ উপজেলার বিস্তীর্ণ এলাকা ভূ-প্রকৃতিগত কারণে নিন্মাঞ্চল হওয়ায় বর্ষার ছয় মাস পানিতে তলিয়ে থাকে। এ সময়ে স্থানীয়দের যাতায়াতের একমাত্র বাহন হয়ে উঠে নৌকা। শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, হাসপাতালে রোগী নেওয়াসহ সবই করতে হয় নৌকায়। এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তাঘাট নির্মাণের দাবি জানিয়ে আসছেন। ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিলেও পরে জনপ্রতিনিধিরা কথা রাখেন না বলে অভিযোগ সুবিধা-বঞ্চিতদের। যদিও বিলাঞ্চলের উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় এমপি অ্যাড. তালুকদার মো. ইউনুস। তিনি বলেন, ‘বিলের মানুষের উন্নয়নে অনেক রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে। বাড়ি বাড়ি-তো আর রাস্তা নির্মাণ সম্ভব নয়’। উজিরপুরের হারতা ইউনিয়নের কালভিলা গ্রামের শিক্ষার্থী স্বপ্না বাড়ৈ জানান, তাদের বাড়ি থেকে স্কুল অনেক দূর। প্রথমে বাড়ি থেকে নৌকায় বেড়িবাঁধে উঠে তারপর হেঁটে স্কুলে যেতে হয়। আবার স্কুল থেকে ফেরার পর বেড়িবাঁধের কাছে নৌকা না থাকলে বাড়ি যাওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। বেড়িবাঁধ থেকে জিনিসপত্র কিনে বিলের মধ্যে লগি দিয়ে নৌকা চালিয়ে বাড়ি যাচ্ছিলেন গৃহবধূ মঞ্জু বাড়ৈ। নৌকা চালানোর কারণ জানতে চাইলে বলেন, ‘রাস্তাঘাট নেই। নৌকায় করেই তারা বাজার-ঘাট ও যাতায়াত করেন। সন্তানরা স্কুল-কলেজেও যায় নৌকায়। গৃহবধূ ঝর্ণা জানান, বাড়িতে একটা নৌকা থাকে। ওই নৌকা নিয়ে কেউ বাজারঘাটে গেলে ছেলে-মেয়েরা আর ওইদিন স্কুলে যেতে পারে না। পল্লী চিকিৎসক মনতোষ বালা মানব বলেন, বেড়িবাঁধের কারণে জ্যৈষ্ঠের শুরুতেই বিলের মধ্যে বর্ষার পানি আটকা পড়ে। এ সময় চলাচলে খুবই সমস্যা। এভাবে নানা দুর্দশার কথা জানান বিল এলাকার আরও কয়েক বাসিন্দা।

সর্বশেষ খবর