সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়

টাঙ্গাইল প্রতিনিধি

শিক্ষা বোর্ডের নির্দেশ উপেক্ষা করে ঘাটাইল উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসায় এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ফলে বিপাকে পড়ছেন দরিদ্র পরিবারের ছেলে-মেয়েরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামসুল হক জানান, সরকারিভাবে ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি আদায়ে নিষেধাজ্ঞা রয়েছে। কোন প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নিচ্ছে এমন অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর এসএসসি পরীক্ষার ফরম পূরণে ঢাকা বোর্ড শিক্ষার্থী প্রতি সর্বোচ্চ এক হাজার ৫৫০ টাকা ফি নির্ধারণ করেছে। কিন্তু ঘাটাইলের স্কুল- মাদ্রাসাগুলো ভৌতিক পাওনা, কোচিং ফি, উন্নয়নসহ নানাবিধ খাত দেখিয়ে বোর্ড নির্ধারিত ফির দুই-তিনগুণ বেশি অর্থ আদায় করছে। উপজেলার চানতারা গণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকরা জানান, বিদ্যালয়টিতে বিভিন্ন খাত দেখিয়ে দুই হাজার ৯০০ টাকা ফরম পূরণ ফি এবং কোচিংয়ের জন্য আরো এক হাজার টাকা আদায় করছে। আদায়কৃত টাকার কোনো রসিদও দিচ্ছে না। যদিও প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন। লোকের পাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আখতারুজ্জামান বলেন, ‘বকেয়া বেতন ও কোচিং ফি মিলিয়ে ফরম পূরণে তিন হাজার ৫০০ টাকা ধার্য় করা হলেও কোনো শিক্ষার্থী তিন হাজারের বেশি দিচ্ছে না। বাইচাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় চার হাজার টাকা করে নিয়ে ফরম পূরণ করা হচ্ছে বলে জানান শিক্ষার্থীরা। অভিযোগ অস্বীকার করে সুপার বলেন, ‘আমরা দুই হাজার টাকায় ফরম পূরণ করতেছি। বাড়তি টাকা নিচ্ছি না’।

সর্বশেষ খবর