সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

চাঁদা না দেওয়ায় ভেঙে দিল যুবকের পা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদা না দেওয়ায় আব্দুল মোমিন (২০) নামে এক যুবককে রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এমনকি তাকে চিকিৎসকের কাছে নিতেও বাধা দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে মোমিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। মোমিন উল্লাপাড়ায় উপজেলার খাদুলী গ্রামের আনসব আলীর ছেলে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। উল্লাপাড়া থানার এসআই আব্দুল জলিল জানান, মোমিনকে হাসপাতালে নিতে বাধা দেওয়ার কথা শুনে পুলিশ ভর্তির ব্যবস্থা করে দেয়। তবে মারধরের ঘটনায় এখনো অভিযোগ বা মামলা হয়নি। মোমিনের চাচা নান্নু জানান, জমি নিয়ে বিরোধের জেরে খাদুলী গ্রামের সৈয়দ বাহিনী মোমিনের পরিবারসহ ৪৫টি পরিবার প্রায় এক বছর গ্রামছাড়া করে রাখে। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিবারগুলো গ্রামে ফিরে। ফেরার পর থেকেই সৈয়দ বাহিনীর লোকজন তাদের নানাভাবে নির্যাতন ও বিভিন্ন সময় চাঁদা দাবি করে। শনিবার সন্ধ্যায় মোমিনসহ তিনজন রাস্তার ধারে বসেছিল। এ সময় সৈয়দ ও তার বাহিনী রড, লাঠিসোটা দিয়ে তাদের বেধড়ক পেটায়।

সর্বশেষ খবর