সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

অপহূত দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের করিমপুর কেরাতিয়া নুরানিয়া মাদ্রাসার অপহূত দুই ছাত্রকে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা হলো— চুনারুঘাট উপজেলার জুয়ারলালচান গ্রামের আলফু মিয়ার ছেলে রাফি আহমদ (১২) ও শাহ আলমের ছেলে সজিব (১১)। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। জানা যায়, শনিবার দুপুরে মাদ্রাসার সামনে থেকে রাফি ও সজিবকে একটি কালো মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে তারা গাড়িতে অচেতন হয়ে পড়ে। বিকালে সিলেট শহরের মাজারের কাছে তাদের রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।

—হবিগঞ্জ প্রতিনিধি

মাছের সঙ্গে শত্রুতা!

নাটোরের সিংড়ায় ৮বিঘা পুকুরে কীটনাশক (গ্যাস ট্যাবলেট) প্রয়োগে বিভিন্ন জাতের মাছ মেরে ফেলা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ফটিকাহার গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মাছ চাষী নাজমুল হুদা রিপন। তিনি জানান, চলতি মৌসুমের বৈশাখ মাস থেকে ৭ বছরের জন্য পুকুরটি স্থানীয় হাবিল-কাবিল উদ্দিনের কাছ থেকে লিজ নেওয়া হয়। পরে সেখানে বিভিন্ন জাতের মাছ চাষ শুরু করেন তিনি। —নাটোর প্রতিনিধি

ফরিদপুর চিনিকলে বিক্ষোভ

মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নসহ ১৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সেক্টর করপোরেশন সমন্বয় পরিষদ কর্তৃক ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিক্ষোভ-সমাবেশ করেছে ফরিদপুর চিনিকলের শ্রমিকরা। মধুখালীতে ফরিদপুর চিনিকলের প্রধান গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে মজুরি কমিশন ঘোষণার দাবি জানান। —ফরিদপুর প্রতিনিধি

৯ দোকান পুড়ে ছাই

মনপুরা উপজেলা শহরের হাজিরহাট বাজারে দুই দফা আগুন লেগে ৯টি দোকান-ঘর পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। রবিবার ভোররাতে প্রথমে একটি বেকারি কারখানায় আগুনে লেগে পুড়ে যায়। পরে সকাল সাড়ে ৭টায় অপর একটি মোবাইল ফোনের দোকানে আগুন লেগে ৮টি দোকান ঘর পুড়ে যায়। —ভোলা প্রতিনিধি

দাওয়াতি মাহফিল

জেলা পরিষদ মিলনায়তনে গতকাল বাংলাদেশ খেলাফত মজলিশের দাওয়াতী মাহফিল হয়েছে। এতে প্রধান আলোচক ছিলেন নায়েবে আমীর হাফেজ জুবায়ের আহমেদ আনসারী। অনুষ্ঠানে খেলাফত মজলিশের আদর্শে অনুপ্রাণিত হয়ে শতাধিক লোক এ সংগঠনে যোগ দেন। সভাপতির বক্তৃতায় আবদুল আজিজ খন্দকার কেন্দ্রীয় নেতাদের কাছে নায়েবে আমীর যোবায়ের আহমেদ আনসারীকে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ধূমকেতুর সাহিত্য আড্ডা

দেশের নানা প্রান্তের কবি সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে পঞ্চগড়ে দিনব্যাপী সাহিত্য আড্ডা হয়েছে। ধূমকেতু সাহিত্য পরিষদ নামের একটি স্থানীয় সংগঠন এই সাহিত্য আড্ডার আয়োজন করে। রবিবার সকালে এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু। 

—পঞ্চগড় প্রতিনিধি

কলেজে হামলা ভাঙচুর

টঙ্গী সিরাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে রবিবার বিকালে অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে— টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে ছাত্র-ছাত্রীদের অভিযোগ, অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে মোটা অংকের টাকার বিনিময়ে পরীক্ষায় সুযোগ দেওয়ায় বাকিরা অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর  করে। এ ব্যাপারে অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন অতিরিক্ত টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করে বলেন, পরীক্ষায় অকৃতকার্য ছাত্র/ছাত্রীরা বহিরাগত লোকজন নিয়ে আমার অফিস ভাঙচুর করেছে।

—টঙ্গী  প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর