সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

রিসোর্টের ফুলগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জের নারগানা ইন্টারন্যাশনাল রিসোর্টে শনিবার রাতে সহস াধিক ফুলগাছ কেটে ফেলেছে দুর্বত্তরা। এ ঘটনায় কালীগঞ্জ থানায় জিডি করা হয়। তত্ত্বাবধায়ক মো. মোস্তাক হোসেন জানান, রিসোর্টের বাগানে কয়েকটি রংয়ের সহস াধিক জারবার ফুল ছিল। রবিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন কে বা কারা সব ফুলগাছ কেটে মাটিতে মিশিয়ে রেখে গেছে। প্রতিষ্ঠানটির মালিক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. আজম খান বলেন, এর আগে গত ২০ সেপ্টেম্বর দুর্বৃত্তরা ২৩০টি বিভিন্ন জাতের ফলের গাছ কেটে ক্ষতি করে। গত ৮ নভেম্বর একাটি বিদেশি জাতের বাছুর রিসোর্ট থেকে চুরি হয়। ওইদিন সন্ধ্যায় প্রাইভেটকারে করে বাছুরটি পাচার করা হচ্ছিল। জয়দেবপুর থানার পুবাইল এলাকায় টহল পুলিশ গাড়িটি সন্দেহবশত থামার ইঙ্গিত দিলে যাত্রীরা কার ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ কার ও বাছুর জব্দ করে। কালীগঞ্জ থানার ওসি জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হবে। জয়দেবপুর থানার ওসি জানান, জব্দ প্রাইভেটকারের মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে পাওয়া গেলে ‘প্রাইভেটকারে বাছুর চুরির’ রহস্য উদঘাটিত হবে।

সর্বশেষ খবর