শিরোনাম
মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মাধবপুর পৌরসভার ৫৬ কর্মচারীর বেতন বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি

মাধবপুর পৌরসভার ৫৬ কর্মকর্তা-কর্মচারী প্রায় এক বছর ধরে নিয়মিত বেতন পাচ্ছেন না। আর গত তিন মাস ধরে বেতন পুরোপুরি বন্ধ। ফলে কর্মকর্তা-কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন দাবিতে দীর্ঘদিন ধরে সারা দেশের ন্যায় মাধবপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করলেও ফল হয়নি। সবশেষ গতকালও একই দাবিতে তারা সারাদিন কর্মবিরতি পালন করেছেন। এ কারণে মাধবপুর পৌরসভার সব কর্মকাণ্ড বন্ধ ছিল। ব্যাহত হয়েছে পৌরবাসীর নাগরিক সেবা। মাধবপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন পৌর কর্তৃপক্ষ পরিশোধ করে আসছিল। কিন্তু এক বছর ধরে মাধবপুর পৌরসভায় পর্যাপ্ত তহবিল না থাকায় বেতন অনিয়মিত হয়ে পড়ে। তিন মাস ধরে একেবারে বন্ধ রয়েছে।

সর্বশেষ খবর