শিরোনাম
মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লালপুর এসকে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে এক হাজার ৪৮০ ও বিজ্ঞান বিভাগে এক হাজার ৫৮০ টাকা ফি বোর্ড নির্ধারণ করেছে। কিন্তু ছাত্র-ছাত্রীর কাছ থেকে আদায় করা হচ্ছে ৪ হাজার ৩০০ থেকে ৪ হাজার ৪০০ টাকা। অনেক গরিব শিক্ষার্থী অতিরিক্ত টাকা না দিতে চাইলে তাদের পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার হুমকি দেয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা বেগম বলেন, ‘আমরা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ফি আদায় করছি। কোচিং ও বকেয়া বেতনের জন্য অতিরিক্ত কিছু টাকা নেওয়া হচ্ছে’। আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন জানান, বিষয়টি খুবই দুঃখজনক। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ খবর