মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘সরকার পার্বত্যাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে কাজ করছে’

রাঙামাটি প্রতিনিধি

সরকার পাবর্ত্যাঞ্চলে শিক্ষার মনোন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, ‘সরকারের আন্তরিকতার কারণে পার্বত্যাঞ্চলে শিক্ষার মান বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সরকার এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপন করে উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছে। পাহাড়ে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বৃষ কেতু চাকমা এ কথা বলেন’। অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরও বক্তৃতা করেন, ইউসুফ সিদ্দিকী, মানোয়ারা আক্তার জাহান, অমিত চাকমা রাজু, ত্রিদীপ কান্তি দাশ, উত্তম খীসা, রওশন আলী প্রমুখ। অনুষ্ঠানে ৩৪৯ শিক্ষার্থীর মধ্যে চার লাখ ৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

সর্বশেষ খবর