মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ময়মনসিংহে জাপা-যুবলীগ সংঘর্ষ, গুলি, আহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে জাতীয় পার্টি ও মহানগর যুবলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। সোমবার রাত আটটার দিকে নগরীর চামড়াগুদাম এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘণ্টাখানেক ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- জাহেদ আলী (২০), পারভেজ (২১), সোহেল (২৮) ও লিমন (২০)। এদের মধ্যে জাহেদ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা। কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ  করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। কোনো গোলাগুলি হয়নি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে মহানগর যুবলীগের সদস্য আরাফাত রহমান শাওনের সমর্থক সোহেল, পারভেজ ও লিমনকে মারধর করে আহত করেন একই এলাকার জাপা সমর্থক আশিক নামে এক যুবক। আশিক স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস আলী তালুকদারের কর্মী বলে জানা গেছে। এরই পাল্টা জবাবে রাত আটটার দিকে আব্বাসের লোকজনের ওপর হামলা চালায় মহানগর যুবলীগ সদস্য শাওনের কর্মীরা। এসময় গুলি বর্ষণ, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর ও টায়ারে আগুন ধরিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে। আব্বাস আলী তালুকদার বলেন, নগরীর চামড়াগুদাম এলাকায় মাদক বিক্রি, সেবন ও জড়িতদের বিরুদ্ধে একটি কমিটি গঠনের জন্য পূরবী সিনেমা হলের সামনে একটি সভার আয়োজন করা হয়। কিন্তু ওই সভায় লোকজনের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় শাওনের লোকজন।

অপরদিকে আরাফাত রহমান শাওনের দাবী, আমার এলাকার যুবলীগ কর্মীদের আব্বাস তার জাতীয় পার্টিতে ভিড়াতে না পেরে তার ভাই আশিককে দিয়ে মারধর করান আমার কর্মীদের। ওই মারধরে আমার তিন কর্মী আহত হয়েছেন।

সর্বশেষ খবর