রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আবদুর রউফ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামের উত্তরপাড়া মহল্লার দুই পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রউফ ওই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে উত্তরপাড়া মহল্লার মৃত আবদুল হানিফের গোষ্ঠীর সঙ্গে জুনুর মিয়া গোষ্ঠীর লোকজনের বিরোধ চলে আসছিল। গতকাল সকালে বিরোধ সমাধানের জন্য বসলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে একপর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আবদুর রউফ মারা যান। ডাকাতের ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু : এদিকে সরাইল উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাত তিনটায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল রাজশাহীর বাগমারা উপজেলার সাদেক মোল্লার ছেলে।

এ ঘটনায় আশরাফুল নামে পিকআপ ভ্যান চালক আহত হয়েছেন। সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, রাতে  মাছভর্তি একটি পিআপ ভ্যান নিয়ে নাটোর থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাছের আড়তে যাচ্ছিলেন রফিকুল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বেড়তলা এলাকায় পিকআপ ভ্যানের পেছনে শব্দ শুনতে পেয়ে চালক আশরাফুল গাড়ি থামান। ডাকাতরা রফিকুলকে ছুরিকাঘাত এবং আশরাফুলকে মারধর করে পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যান।

সর্বশেষ খবর