রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

টিটু ফের চার দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

যার বিরুদ্ধে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া হয়, সেই টিটু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য ফের চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় চার দিনের রিমান্ড শেষে গতকাল দুপুরে রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে টিটুকে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত চার দিন মঞ্জুর করে। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) উপপরিদর্শক (এসআই) বাবুল ইসলাম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তের স্বার্থে টিটুকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। প্রথম দফায় রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় ফের তাকে রিমান্ডে নেওয়া হয়। ১৪ নভেম্বর ভোরে নীলফামারীর জলঢাকা উপজেলার গোল্লা ইউনিয়নের চিঁড়াভেজা গোল্লা গ্রামে টিটুর স্ত্রীর এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ফেসবুকে ধর্ম অবমাননার ঘটনায় ঠাকুরপাড়ার পাশের গ্রাম লালচাঁদপুরের মুদি দোকানি রাজু মিয়া ৬ নভেম্বর টিটু রায়কে একমাত্র আসামি করে তথ্যপ্রযুক্তি আইনে গঙ্গাচড়া থানায় মামলা করেন। পরে মামলাটি তদন্তে ডিবিতে পাঠানো হয়।

 ঠাকুরপাড়া সদর উপজেলার খলেয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত হলেও আইনশৃঙ্খলার বিষয়টি দেখভাল করে গঙ্গাচড়া থানা পুলিশ। ঠাকুরপাড়ার প্রয়াত খগেন রায়ের ছেলে টিটু রায় ১০ বছর ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় বসবাস করলেও ফেসবুকে ধর্ম অবমাননার ঘটনা নিয়ে রংপুরে তোলপাড় শুরু হয়। এ ঘটনার প্রতিবাদে এলাকার কয়েক হাজার মানুষ মিছিল নিয়ে গিয়ে শুক্রবার টিটু রায়ের বাড়িসহ নয়টি বাড়ি পুড়িয়ে দেয়।

সর্বশেষ খবর