বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

কুমিল্লায় হাজার কিলোমিটার সড়কের বেহাল দশা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লায় হাজার কিলোমিটার সড়কের বেহাল দশা

কুমিল্লা শহরতলির শাসনগাছা-ধর্মপুর সড়ক —বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লা জেলায় হাজার কিলোমিটারের বেশি সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। তার মধ্যে শুধু স্থানীয় সরকার প্রকৌশল বিভাগেরই সাড়ে পাঁচশ’ কিলোমিটার সড়কের অবস্থা বেহাল। এতে দুর্ভোগে পড়ছেন লাখো মানুষ। কুমিল্লা শহরতলি, উপজেলা সদর এবং গ্রামাঞ্চলের সড়কগুলোর একই অবস্থা। সড়কের এমন বেহাল অবস্থা কোনোটির এক বছর, কোনোটির এক যুগেরও বেশি। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কুমিল্লার (এলজিইডি) সূত্রমতে, কুমিল্লায় এলজিইডির ১০ হাজার ২০০ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক রয়েছে। তার মধ্যে সাড়ে তিন হাজার কিলোমিটার সড়ক পাকা। পাকা সাড়ে তিন হাজার কিলোমিটার সড়কের মধ্যে সাড়ে পাঁচশ’ কিলোমিটার ভাঙা। বন্যা এবং অতি বৃষ্টির কারণে সড়কের এই বেহাল দশা হয়েছে বলে এলজিইডির দাবি। এদিকে এলজিইডি সাড়ে পাঁচশ’ কিলোমিটার সড়ক বেহাল দাবি করলেও এর পরিমাণ অনেক বেশি বলে স্থানীয় সূত্র জানায়। বেহাল এসব সড়কের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সড়কও রয়েছে।  সরেজমিন গিয়ে দেখা যায়, এসব সড়কে দীর্ঘদিন ধরে খানা খন্দ হয়ে আছে। দিন দিন গর্তের গভীরতা বাড়ছে। ওই সব স্থানে প্রায়ই যানবাহন আটকে যাচ্ছে, বাড়ছে দুর্ঘটনা। বিশেষ করে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে সড়কটি বন্ধ রয়েছে। এতে মূল সড়কে রূপ নিয়েছে শাসনগাছা থেকে ধর্মপুর সড়কটি। সড়কটিতে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা বিরাজ করছে। সড়কের গর্তে ড্রেনে পানি এসে যান চলাচলে ভোগান্তির সৃষ্টি করছে। ওই সড়ক থেকে সাতরা সড়ক এবং কৃষি অফিসের পাশের সড়কটিও বেহাল। এবারের বন্যায় জেলার দক্ষিণাঞ্চলের লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট এবং চৌদ্দগ্রামের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। লাকসামের মনপাল গ্রামের স্কুল শিক্ষক মাসুদুল হক বলেন, এই গ্রামের রামপুর-রাজাপুর সড়কটির গত অর্ধযুগ ধরে বেহাল অবস্থা। এবার সংস্কার না হলে আগামী বর্ষায় রাস্তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কুমিল্লা শহরতলির ধর্মপুর এলাকার বাসিন্দা শাহ আলম বলেন, শাসনগাছা-ধর্মপুর সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এর দ্রুত সংস্কার জরুরি। এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে চলমান প্রকল্পের মাধ্যমে সংস্কার কাজ করা হচ্ছে। আরো কিছু প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর