বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এরমধ্যে পটুয়াখালীতে দুজন এবং নীলফামারী, বরিশাল, গাইবান্ধা, গাজীপুর ও নাটোরে মারা গেছেন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— নীলফামারী : বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় অটোবাইকের ধাক্কায় তামান্না আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ডিমলা উপজেলার বাবুরহাট হাজীপাড়ায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। তামান্না হাজীপাড়ার রাজমিস্ত্রি সলেমানের মেয়ে। পটুয়াখালী : পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার এলাকায় গতকাল মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— চালক ফারুক (৩৫) ও হেলপার আলমগীর হোসেন (৩২)। তাদের বাড়ি বরগুনার আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামে। বরিশাল : বরিশাল-বানারীপাড়া সড়কের শেখেরহাটে রডবোঝাই ট্রাক উল্টে একজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল সকালের এ দুর্ঘটনায় নিহত সজীব (১৫) নগরীর কাউনিয়া থানার কশাইখানা এলাকার সোহরাব হোসেনের ছেলে। আহত সোহেলকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার গোপিনাথপুরে মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক মনোয়ারুল ইসলাম মিলন (৩৫) মারা গেছেন। নিহত মিলন পাবনা ঈশ্বরদী উপজেলার বড়ইচাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। নাটোর : বড়াইগ্রাম উপজেলায় রডবোঝাই ট্রাকচাপায় সৈয়দ আলী (৫০) নামে প্রাইভেট কারচালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুজন। নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কারচালক সৈয়দ আলী পাবনা ঈশ্বরদী উপজেলার মধ্যঅরনখোলা গ্রামের বাসিন্দা। গাজীপুর : বাসের ধাক্কায় যুবলীগ নেতা কফিল উদ্দিন নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গী মাসুম। কফিল উদ্দিন (৪৫) ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার রাতে সিটি করপোরেশনের তিনসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর