বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

প্রতিদিন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে দুজন নিহত হয়েছেন। সাতক্ষীরায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জ ও গাইবান্ধায় উদ্ধার হয়েছে দুজনের মরদেহ। প্রতিনিধিদের খবর— ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছেন। উপজেলার গোপউনাথপুর ইউনিয়নের চৌকিঘাট বটতলী এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। পুুলিশ ও এলাকাবাসী জানান, রাত সোয়া ১১টার দিকে কসবার বটতলী নামক স্থানে ডাকাত দল গাড়ি থামিয়ে লুটপাট চালায়। এ সময় যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ডাকাতদের ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় দুজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। জানা যায়, নিহত  দুজনের  বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায়। তাদের একজন গোপীনাথপুর ইউনিয়নে এক বাড়িতে ভাড়া থাকত। তার নাম কুদরত আলী (৩৫)। অপরজনের নাম জানা যায়নি। পুলিশ জানায়, ডাকাতদের সঙ্গে স্থানীয় একটি চক্র জড়িত। এ বিষয়ে ব্যাপক তদন্ত চলছে।

 সাতক্ষীরা : জেলা সদরের আলিপুরে ইমান আলি (৫৫) নামে ভাড়ায়চালিত এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার আলিপুর নাথপাড়ায় মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত ইমান আলি আলিপুর গ্রামের তমিজ উদ্দিন শেখের ছেলে। পুলিশ জানায়, ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো ইমান আলি। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যার পর মোটরসাইকেলটি নিয়ে যায়। নারায়ণগঞ্জ : সদর উপজেলার ফতুল্লার ভূঁইগড়ে অজ্ঞাত পরিচয় নারীর (২৭) লাশ পাওয়া গেছে। গাইবান্ধা : সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদের নয়নসুক ক্যানেলের অদূরে ধান খেত থেকে রুম্পা খাতুন (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রুম্পা সুন্দরগঞ্জের খুলপাড়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে সুমন পলাতক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর