বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ছাত্রলীগ নেতা টাকা নিয়ে জমা দেননি

প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা

কুষ্টিয়া প্রতিনিধি

সময়মতো টাকা দিয়েও ফরম পূরণ করতে না পারায় শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন কুষ্টিয়া সরকারি কলেজের বেশ কয়েক শিক্ষার্থী। অভিযোগ উঠেছে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদককে ফরম পূরণের জন্য টাকা দিলেও তিনি তা জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এদিকে প্রবেশপত্র না আসায় ছাত্ররা চরম হতাশায় পড়েছেন। এমন অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকরামুল হক রিয়াদকে। কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি স্বপন হোসেন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।  জানা গেছে, অনার্স দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার জন্য কুষ্টিয়া সরকারি কলেজে অক্টোবর মাসে ফরম পূরণের কার্যক্রম শুরু হয়। সে সময় ব্যবস্থাপনা, দর্শনসহ বেশ কয়েকটি বিভাগের ছাত্ররা তাদের ফরম পূরণ বাবদ অর্থ রিয়াদের হাতে দেয়। তবে এ টাকা হিসাব শাখায় জমা না পড়ায় আট শিক্ষার্থীর প্রবেশপত্র আসেনি। ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাজমুল হোসেন, দর্শন বিভাগের ছাত্র মোমিন রিয়াদের কাছে টাকা দেওয়ার কথা বলেছেন। এ ব্যাপারে রিয়াদ বলেন, আমি তো শুধু মোমিনের কাছ থেকে টাকা নিয়েছি। টাকা জমা দিলেও কেন প্রবেশপত্র আসেনি তা বুঝতে পারছি না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর