বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ময়মনসিংহে শিশু হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় শিশু সুজন ওরফে চেতন পণ্ডিত (১৩) হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী গতকাল এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— আকবর আলী (৪০), আকরাম হোসেন (৩৫) এবং তানভির হাসান আনিছ (৩২)। এর মধ্যে আকরাম হোসেন পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার সঞ্জু জানান, ২০১১ সালের ৩০ অক্টোবর তারাকান্দা উপজেলার লাউটিয়া গ্রামে মোবাইল বিক্রিকে কেন্দ্র করে সুজন ওরফে চেতন পণ্ডিতকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় সুজনের বাবা খোকন পণ্ডিত বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবী ফজলুল হক। শেরপুরে পাঁচজনের যাবজ্জীবন : শেরপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার চর বামনা গ্রামের স্কুলছাত্র মাহমুদুল হাসান (১৭) খুনের মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আওলাদ হোসেন ভূইয়া গতকাল এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলো সদর উপজেলার কামারের চর ইউনিয়নের চর বামনা গ্রারেম আব্দুল মান্নান, হাফিজুর রহমান, সৈয়দ জামান, শরিফুল ইসলাম ও আব্দুল মোতালেব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর