বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নাগরিক পদযাত্রা

সাতক্ষীরা প্রতিনিধি

সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি পরিচ্ছন্নতা ও শারীরিক সক্ষমতা নিশ্চিতকরণে গতকাল সাতক্ষীরায় নাগরিক পদযাত্রা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হেলদি বাংলাদেশের প্রেরণা কর্মসূচি ও সাতক্ষীরা পৌরসভা এবং পিপিআরসি এই কর্মসূচির আয়োজন করে। সাতক্ষীরা শহরে পদযাত্রা শেষে পৌরসভার কনফারেন্স রুমে নাগরিক সংলাপ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়। পৌরমেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ও হেলদি বাংলাদেশের আহ্বায়ক ড. হোসেন জিল্লুর রহমান। বক্তৃতা করেন, সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার আলতাফ হোসেন, সাতক্ষীরা মেডিকেলের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, প্রফেসর ডা. তাহমিনা বানু, ডা. খায়রুল ইসলাম, হাসিন জাহান, কানেতা জিল্লুর, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর জ্যোত্ন্সা আরা, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. শামীমা পারভীন, এভারেস্ট বিজয়ী এমএ মুহিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর