বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

একটি প্রতিবন্ধী কার্ডের জন্য...

নাটোর প্রতিনিধি

ছেলের প্রতিবন্ধী কার্ডের জন্য চেয়ারম্যান-মেম্বরদের দরজায় ঘুরতে ঘুরতে ক্লান্ত বাবা-মা। তাদের প্রশ্ন আর কত ঘুরলে ভাতার কার্ড পাবে তাদের একমাত্র প্রতিবন্ধী ছেলে এলাহী। এলাহী নাটোরের লালপুর উপজেলার কদিমচিলানের ধলা গ্রামের মজিরুদ্দিনের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা জানান, এবার বরাদ্দ পেলেই এলাহীকে প্রতিবন্ধী কার্ড করে দেওয়া হবে। জানা যায়, শিশু বয়সে হঠাৎ করে দুটি পা বেঁকে যায় এলাহীর। এরপর থেকে হাঁটতে পারে না সে। সাধ্য অনুযায়ী এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে চিকিৎসা করেও ফল পাওয়া যায়নি। এলাহীর মা সুকজান বলেন, ‘শিশুকালে জ্বরের পর তার দুই পা বেঁকে যায়। দিনমজুর পিতার সহায়-সম্বল যা ছিলো সব শেষ হয়ে গেছে ছেলের চিকিৎসায়। অভাবের সংসারেই চার মেয়ে বিয়ে দিয়েছি। এখন অভাব অনটনেই আমাদের দিন কাটে। চেয়ারম্যান মেম্বররা দেখেও দেখে না’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর