বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

১ ডিসেম্বর থেকে কুড়িগ্রামে স্মার্ট কার্ড বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

১ ডিসেম্বর থেকে কুড়িগ্রাম জেলা সদরে শুরু হবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম। জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌর এলাকায় মাসব্যাপী কার্ড বিতরণ শেষে ইউনিয়ন পর্যায়ের ভোটারদের বিতরণ করা হবে। সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে কার্ড বিতরণ চলবে ২২ মার্চ পর্যন্ত। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, সদর উপজেলায় দুই লাখ ২০ হাজার ৯৪৫ জন ভোটার রয়েছেন। এরমধ্যে দুই লাখ ছয় হাজার ৩৩৮ জন স্মার্ট কার্ড পাবেন। অবশিষ্ট প্রায় ১৩ হাজার ভোটারের তথ্য হালনাগাদ বাকি থাকায় তাদের পরবর্তীতে কার্ড দেওয়া হবে। স্মার্ট জাতীয় পরিচয়পত্রের জন্য ভোটারদের নতুন করে দুটি তথ্য কমিশনকে দিতে হবে। এগুলো হল ভোটারের ১০ আঙুলের ছাপ ও চোখের মণির ছবি। যা কার্ডের তথ্যভাণ্ডারে সংরক্ষণ করা হবে। এছাড়া ভোটার হওয়ার সময় দেওয়া বায়োডাটার তথ্যও সংরক্ষিত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর