শিরোনাম
সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত নারীদের প্রশিক্ষণ

রাঙামাটি প্রতিনিধি

পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত নারীদের দুই মাসব্যাপী হাতে বুনানো প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে গতকাল সেনাবাহিনীর উদ্যোগে ও হাতে বুনানো প্রশিক্ষণ সোসাইটির সহায়তায় প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন, রাঙামাটি রিজিয়নে কমান্ডার ব্রিগেডিয়ার মো. গোলাম ফারুক, পিএসসি, জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান,  হাতে বুনানো প্রশিক্ষণ সোসাইটির চেয়ারম্যান মো. গোলাম মুরশেদ, রাঙামাটি সদর জোন কমান্ডার মো. রেদুওয়ানুল হক, সদর উপজেলা চেয়ারম্যান তরুণ কান্তি চাকমা প্রমুখ। ব্রিগেডিয়ার মো. গোলাম ফারুক বলেন, দুস্থ নারীদের হাতে বুনানো পণ্য তৈরি করার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তারা যাতে ঘরে বসে নিজেরা আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারে।

সর্বশেষ খবর