সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে জনভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের হয়রানি বন্ধসহ ১১ দফা দাবিতে চট্টগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। দাবিগুলো হলো— থানায় মাসোয়ারার নামে গাড়ি আটক না করা, অবৈধ টমটম ও অযান্ত্রিক যানবাহন বন্ধ করা, ইঞ্জিনচালিত রিকশা করিমন-নছিমন বন্ধ, গণপরিবহন শ্রমিকদের ওপর পুলিশের নির্যাতন বন্ধ, গণপরিবহন চালকের লাইসেন্সের শর্ত শিথিল, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা উন্নত করা, শহর এলাকায় গণপরিবহনের টার্মিনাল ও নির্ধারিত পার্কিং স্থাপন, বিআরটিতে দালালের উত্পাত ও যানবাহন চালক-মালিকদের হয়রানি বন্ধ করা ইত্যাদি। গতকাল সকাল থেকে মেট্রোপলিটন গণপরিবহন বাস মালিক সংগ্রাম পরিষদের ডাকে ওই ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে জনজীবনে দুর্ভোগ দেখা দেয়। মহানগর পুলিশের  ট্রাফিক পরিদর্শক মহিউদ্দিন খান বলেন, পিকেটিং করায় চার পরিবহন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

সর্বশেষ খবর