বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

দুলু-ছবিকে নাটোরে প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদ বিএনপির

নাটোর প্রতিনিধি

নাটোরে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়িতে ছাত্রলীগের হামলা, গুলি ও তার স্ত্রী জেলা বিএনপির সহসভাপতি সাবিনা ইয়াসমিন ছবিকে সিংড়ায় দলীয় সভায় যেতে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে বিএনপি। গতকাল জেলা বিএনপির অফিসে সংবাদ সম্মেলনে বলা হয়, ৩ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের নেতৃত্বে ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে যুবলীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ নেতা-কর্মী দুলুর বাড়ির সামনে এসে গুলি ও ইটপাটকেল ছুড়ে হামলা চালায়। ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রুবেল তার কাছে থাকা অস্ত্রের গুলিতেই আহত হয়েছেন। এ সময় ছাত্রলীগের করা গুলিতে পথচারী আনসার-ভিডিপির সদস্য সোহেল রানাও আহত হন। বিএনপি নেতারা বলেন, সাবেক উপমন্ত্রী দুলু কানাইখালীতে সব দলের নেতাকে এক মঞ্চে নিয়ে নাটোরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার আন্দোলন করেছিলেন। আওয়ামী লীগের কোনো নেতাকে শহর ছাড়তে হয়নি এমনকি কোনো নেতার বাড়িও ভাঙচুরের ঘটনা ঘটেনি। অথচ দুলু ও তার স্ত্রী ছবিকে নিজের বাড়িতেই আসতে দিচ্ছেন না আওয়ামী লীগের এমপি মো. শফিকুল ইসলাম শিমুল। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রেস ক্লাবে ছাত্রলীগের সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম বলেছেন, জেলা ছাত্রলীগ নবাব সিরাজ-উদ্দৌলা সরকারি কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে পাঁচ শতাধিক নেতা-কর্মীর একটি মিছিল নিয়ে যাওয়ার পথে আলাইপুরে যুবদল-ছাত্রদল নেতা-কর্মীরা ছবির নির্দেশে তাদের ওপর গুলি করে। তার কথাতেই প্রমাণ করে ঘটনাটি মিথ্যা। কারণ পাঁচশ ছাত্রের মিছিলে বৃষ্টির মতো গুলিতে মাত্র দুজন আহত হওয়ার কথা নয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার। এ সময় শহীদুল ইসলাম বাচ্চু, ডা. সুুফিয়া হক, অ্যাডভোকেট মো. আবদুল কাদের, আতিকুর রহমান তালুকদার, অ্যাডভোকেট মুজিবর রহমান মন্টু, দাউদার মাহমুদ ও মোর্শেদা খাতুন রূপালী উপস্থিত ছিলেন। এদিকে জেলা ছাত্রদল সভাপতি সানোয়ার হোসেন তুষার জানান, দুলুর বাড়িতে হামলা এবং ছবিকে সভায় যেতে বাধা দেওয়ার প্রতিবাদে সিংড়া, লালপুর, গুরুদাসপুর ও বাগাতিপাড়ায় যুবদল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সর্বশেষ খবর