বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বার্ন ইউনিটে মৃত্যু যন্ত্রণায় ১০ দিন

ত্রিশালে গৃহবধূর গায়ে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বিগত ১০ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ ইয়াসমিন আক্তার (২১)। গত ২৭ নভেম্বর সোমবার সকালে ওই গৃহবধূকে বেধড়ক পিটিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় স্বামী লিটন মিয়া। এতে ইয়াসমিনের শরীরের ৩২ শতাংশ ঝলসে গেছে। ঘটনার তিনদিন পর ইয়াসমিনের বাবা বাদী হয়ে লিটন মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা করেন। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি ত্রিশাল থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ফয়েজুর রহমান জানান, মামলার অগ্রগতির জন্য হাসপাতালে মেডিকেল রিপোর্ট চাওয়া হয়েছে এবং আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে গফরগাঁও উপজেলার আঠারদানার এলাকার আতিকুল ইসলামের মেয়ে ইয়াসমিনের সঙ্গে ত্রিশালের খাগাটি গ্রামের খালেক ফরাজীর ছেলে লিটন মিয়ার বিয়ে হয়। অভিযোগ উঠেছে বিয়ের পর থেকেই লিটন মিয়া যৌতুকের টাকার জন্য ইয়াসমিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। পরে বিভিন্ন সময়ে তিন লাখ টাকাও দেওয়া হয়। এছাড়া স্বামী লিটন মিয়া গোপনে আরও দুটি বিয়ের কথা প্রকাশ পেলে দাম্পত্য কলহ বাড়তে থাকে। একপর্যায়ে গত ২৭ নভেম্বর ইয়াসমিনকে ঘরে আটকে বেদম মারপিট করে গায়ে কেরসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় স্বামী লিটন মিয়া ও তার সহযোগীরা। পরে ইয়াসমিনের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। পরে ইয়াসমিনের বাবা মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শরীরের ৩২ শতাংশ আগুনে ঝলসে যাওয়া গৃহবধূ ইয়াসমিন হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

সর্বশেষ খবর