বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণে বিভিন্ন বিদ্যালয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সবচেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ রয়েছে ঘিওরের ডিএন হাইস্কুল ও সাটুরিয়ার মহিষালোহা জব্বারিয়া উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে। ডিএন হাইস্কুলের পরীক্ষার্থী ও অভিভাবকরা জানান, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ধরনের টাকা নেওয়া হয়েছে। বোর্ড নির্ধারিত সর্বোচ্চ ফি এক হাজার ৫৮০ টাকা হলেও এখানে কারো কাছ থেকে ৯ হাজারের বেশি আদায় করা হয়েছে। রসিদ দেওয়া হয়েছে তিন-চার হাজার টাকার। প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ফরম পূরণের দায়িত্ব সহকারী প্রধান শিক্ষকে দেওয়া হয়েছে। নিয়মানুযায়ী শিক্ষার্থীপ্রতি এক হাজার ৪৫০ টাকা নেওয়ার কথা। অতিরিক্ত টাকা নিলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মহিষালোহা জব্বারিয়া উচ্চ বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী অভিযোগ করেন, ফরম পূরণের জন্য তাদের কাছ থেকে ৫-৯ হাজার টাকা পর্যন্ত আদায় করা হলেও কোনো রসিদ দেওয়া হযনি। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দিন বলেন, ‘অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে। মানিকগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ‘এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করেছে আমার কাছে এ রকম কোনো তথ্য নাই। অভিযোগ পেলে এবং তা প্রমাণিত হলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’। 

সর্বশেষ খবর