বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সংঘর্ষের তিন দিন পর যুবকের লাশ

প্রতিদিন ডেস্ক

কিশোরগঞ্জের সংঘর্ষের তিন দিন পর জলমহালে যুবকের লাশ পাওয়া গেছে। মাদারীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার করা হয়েছে দুজনের মরদেহ। প্রতিনিধিদের খবর—

কিশোরগঞ্জ : অষ্টগ্রামে সংঘর্ষের তিন দিন পর জলমহাল থেকে গতকাল জাহাঙ্গীর মিয়া (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি অষ্টগ্রাম উপজেলার কইরাইল গ্রামের মমতাজ মিয়ার ছেলে। পুলিশ জানায়, গত রবিবার রাতে কইরাইল গ্রামে একটি জলমহালে মাছ ধরা নিয়ে বাদশাহ ও জাহাঙ্গীরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন ও জাহাঙ্গীর নিখোঁজ ছিলেন। মাদারীপুর : রাজৈর উপজেলার মঠবাড়ি গ্রামে নিজ ঘরের পাশে গাছে ঝুলানো অবস্থায় কানন (২২) নামে এক ব্যক্তির মরদেহ গতকাল উদ্ধার করেছে পুলিশ। তার মুখ স্কচটেপ দিয়ে আটকানো, হাত পা বাঁধা ও মাটির সঙ্গে পা ভাঁজ করা ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে একই বাড়ির গোবিন্দ ও জগদীশকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়ায় ট্রেন থেকে গতকাল অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের আসনের নিচে লাশটি পাওয়া যায়।

সর্বশেষ খবর