বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
মেহেরপুর

হতদরিদ্রর জন্য হেল্প ডেস্ক চালু করল পুলিশ

মেহেরপুর প্রতিনিধি

অসহায় ও হতদরিদ্র মানুষের সেবার জন্য নারী ও শিশু হেল্প ডেস্ক চালু করেছে মেহেরপুর পুলিশ। প্রবাসীদের সহযোগিতায় চালু করা হয়েছে প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক। এই ডেস্কের মাধ্যমে ২২ জন অসহায় যুবককে প্রতরণার হাত থেকে উদ্ধার করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা ও জজকোর্টের আইনজীবী তুহিন আরণ্য, সভাপতি আলামিন হোসেন, সাবেক কাউন্সিলর পলি খাতুন, সুবিধাভোগী শিউলি খাতুন, মো. কাসেম প্রমুখ। জানা গেছে, নারী ও শিশু হেল্প ডেস্কের মাধ্যমে অভিযোগ এসেছে ১৫৩টি। যার মধ্যে পুলিশ সুপার কার্যালয়ের মাধ্যমে আপস-নিষ্পত্তি হয়েছে ৮৬টি, জেলার তিন থানার মাধ্যমে ২৬টি, ডিবি কর্তৃক ৮টি, অভিযোগ প্রত্যাহার ৪টি, ডিএসবি, সিআইসি ও এএসপি সার্কেল অফিস কর্তৃক নিষ্পত্তি হয়েছে ১টি করে অভিযোগ। বাকি ২৬টি মামলা আদালতে পাঠানো হয়। এদিকে প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কের মধ্যমে এ পর্যন্ত অভিযোগ এসেছে ২২টি যার অধিকাংশ নিষ্পত্তি করা হয়েছে। পুলিশ সুপার আনিছুর রহমান বলেন— সমাজের অবহেলিত মানুষের জন্য পুলিশ বিভাগ সব সময় কাজ করবে। তিনি বলেন— জেলা পুলিশ সুন্দর আগামীর জন্য কাজ করে যাচ্ছে। ভালো কাজে সবাইকে সহযোগিতার আহ্বান জানান পুলিশ সুপার।

সর্বশেষ খবর