বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

পদ্মার ভাঙন রোধে বিক্ষোভ

শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শরীয়তপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। গতকাল সকালে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও জাগো শরীয়তপুর নামে একটি সংগঠন। এতে ভাঙনকবলিত নড়িয়া ও জাজিরা উপজেলার বিভিন্ন গ্রামের কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। এ বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত পদ্মার ভাঙনে জাজিরা ও নড়িয়ার দুটি উচ্চবিদ্যালয় ও আটটি প্রাথমিক বিদ্যালয় বিলীন হয়েছে। গৃহহীন হয়েছে দুটি উপজেলার বিশটি গ্রামের প্রায় চার হাজার পরিবার। নড়িয়ার ওয়াপদা ও জাজিরার কায়েম খাঁর বাজার সম্পূর্ণ ভেঙে গেছে। হুমকিতে রয়েছে নড়িয়া উপজেলা সদর।

 

সর্বশেষ খবর