বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

অসুস্থ মুক্তিযোদ্ধা বাবুলের মুক্তি দাবি

অসুস্থ মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের মুক্তির দাবি করেছে জেলা বিএনপি। মঙ্গলবার পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়— বিজয়ের মাসে জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলকে সরকার ‘মিথ্যা’ মামলায় গ্রেফতার করে জেলহাজতে আটকে রেখেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন  জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহীদুল্লাহ শহীদ।

—পিরোজপুর প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরের ভূঙ্গাবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে শংকর চন্দ  সরকার নামে এক যুবক মারা গেছে। নিহত শংকর চন্দ  সরকার ভূঙ্গাবাড়ি এলাকার সন্তুষ চন্দ্র সরকারের ছেলে।

—গাজীপুর প্রতিনিধি

বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিক নিহত

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে খোরশেদ আলম নামের এক সেনেটারি মেস্ত্রির নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে আটঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পূর্ব করপাড় গ্রামের রিফুজি বাড়ির রুহুল আমিনের ছেলে। —নোয়াখালী প্রতিনিধি

বনবিভাগের জমি উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে বন বিভাগের কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করা হয়েছে। সাউথ ওয়েস্ট কম্পোজিট কারখানার দখলে থাকা ওই বনের জমি উদ্ধার করে। কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট কর্মকর্তা খন্দকার মাহমুদুল কবির মুরাদ বলেন, প্রায় ৩০ শতাংশ  বনের জমি দখলমুক্ত করা হয়েছে। —কালিয়াকৈর প্রতিনিধি

৭৫ প্রবীণকে ভাতা দেবে এসডিআই

ঢাকার ধামরাইয়ে ৭৫ প্রবীণকে আজীবন ৬০০ টাকা করে প্রবীণ ভাতা দিবে বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই। মঙ্গলবার সূতিপাড়া ফারমার্স ট্রেনিং সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে সংস্থাটির নির্বাহী পরিচালক সামছুল হক প্রবীণদের মাঝে প্রথম মাসের ভাতা  তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, ধামরাই থানার ওসি মোহাম্মদ রিজাউল হক, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা,এসডিআইয়ের সহকারী পরিচালক সোহেলিয়া নাজনীন হকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

—ধামরাই প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর