শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

খাল দখলকে কেন্দ্র করে ৭ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় সরকারি খাল দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগ নেতার বাড়িসহ ২০/২৫টি বাড়ি-ঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরি ও পারিল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিংড়া উপজেলার বিয়াশ ৪ মাথায় ঐতিহ্যবাহী কাউয়াটিকরি-বিয়াশ বিল দখলকে কেন্দ্র করে দুই গ্রামের প্রভাবশালীদের মধ্যে বচসা চলে আসছিল। খালটি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিল কাউয়াটিকরি গ্রামের কাজী হারুন, সামাদ, আবু সাইদ ও রতন। এ খাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

সর্বশেষ খবর