শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় দুই ভাই নিহত

ছয় জেলায় নারী-শিশুসহ আরও ১০ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল, দিনাজপুর, নরসিংদী, চট্টগ্রাম নাটোর ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই নারী এক শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ তিনজন। শুক্রবার সকাল থেকে বিকালের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর— লক্ষ্মীপুরে যাত্রীবাহী আনন্দ বাসের ধাক্কায় ভ্যানট্রলিতে থাকা ১২ বছরের হাসান ও হোসেন নামে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে সদর উপজেলার জকসিন বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। হাসান ও হোসেন উপজেলার লাহারকান্দি ইউনিয়নের শফিপুর গ্রামের মসজিদ বাড়ির সিএনজিচালিত অটোরিকশা চালক খোরশেদ আলমের ছেলে। বরিশাল : বরিশাল-বানারীপাড়া সড়কের রায়েরহাট এলাকায় বাস ও মাহেন্দ্র আলফার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং শিশুসহ তিনজন আহত হয়েছে। নিহতরা হলেন বানারীপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হাওয়া বেগম, কুন্দিহার গ্রামের তমা ওরফে নুপুর ও মাহেন্দ্রর চালক রুহুল আমিন গাইন। দুর্ঘটনায় ফাতেমার শিশু পুত্র হামিনসহ (৫) ৩ যাত্রী আহত হয়েছেন। দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জে আক্কাস আলী নামে এক ব্যক্তি এবং ফুলবাড়ীতে মাইক্রোবাসের চাপায় শিউলি পাহান নামে এক শিশু নিহত হয়েছে। নরসিংদী : নরসিংদীর রায়পুরায় ট্রাক-বাস সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাক ড্রাইভার সাদ্দাম ও ট্রাকচালকের সহকারী সারওয়ার হোসেন। চট্টগ্রাম : চট্টগ্রামে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে ইয়াসিন গাজী নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। একই ঘটনায় ট্রাক চালকের সহকারী মোহাম্মদ তৌহিদ আহত হয়েছেন। নাটোর : জেলার বাগাতিপাড়ায় মাটিবোঝাই ট্রাক্টর উল্টে চালক রানা (২২) নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার দয়ারামপুর মিশ্রিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় বাস চাপায় লুত্ফর রহমান শেখ নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লুত্ফর রহমান শেখ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ইসলাম শেখের ছেলে।

সর্বশেষ খবর