শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

দলীয় ঐক্য থাকলে আ.লীগ আবারও ক্ষমতায় আসবে

শেখ হেলাল এমপি

বাগেরহাট প্রতিনিধি

শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, সর্বস্তরের নেতাকর্মীর ঐক্য অটুট থাকলে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে। এ জন্য জনপ্রতিধিদের দলীয় নেতা-কর্মীদের কাছে যেতে হবে। সব বিভেদ ভুলে আওয়ামী লীগের পতাকা তলে সবাইকে এক হতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ২০০১ সালের অবস্থার পুনরাবৃত্তি ঘটবে। দেশ ও দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার রাতে বাগেরহাট সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শেখ হেলাল বলেন, শেখ হাসিনার সরকারের অমলে পদ্মা সেতু, খুলনা-মোংলা রেলপথ, খানজাহান বিমান বন্দর, মোংলা বন্দরের আধুনিকায়ন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ , মোংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। দেশের এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান নিয়ে জনগণের ঘরে-ঘরে দলীয় নেতাকর্মীদের যেতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, সংরক্ষিত মহিলা এমপি হ্যাপি বড়াল, বাগেরহাট পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ। এর আগে এমপি শেখ হেলালকে শহরতলিতে হযরত খানজাহান (র.) দরগা শরীফে স্বাগত জানান বাগেরহাট পৌরমেয়র খান হাবিবুর রহমান, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ও পুলিশ সুপার পংকজ চন্দ তিনি মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।

সর্বশেষ খবর