শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

অপরিকল্পিত বালু উত্তোলন, ঝুঁকিতে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন

কুমিল্লা প্রতিনিধি

অপরিকল্পিত বালু উত্তোলন, ঝুঁকিতে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন

কুমিল্লা বুড়িচংয়ের রাজাপুরে ভারত-বাংলাদেশ যৌথ সহযোগিতায় নির্মিত ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালনের থামের গোড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে। অপরিকল্পিত এ বালু উত্তোলনের ফলে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে সঞ্চালন লাইনটির পিলার। সরেজমিনে দেখা যায়, রাজাপুরে ধানী জমিতে ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালনের লাইনের ২৮তম খুঁটির গোড়ায় কূপের মতো খনন করে ড্রেজার মেশিন দিয়ে মাটি-বালু উত্তোলনের কাজ চলছে। স্থানীয়রা জানান, যেখান থেকে মাটি ও বালু তোলা হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে মাটির স্তর নিচে নেমে হাজার একর জমি জলাশয়ে রূপ নেবে। রাজাপুর এলাকার ডা. জাহাঙ্গীর আলম,  ফয়েজ আহাম্মদ খোকন, আবুল কালাম আজাদ, আবদুল অহিদ, জহিরুল ইসলাম ও জালাল উদ্দিন জানান, ড্রেজার দিয়ে জমির প্রায় ৬০-৭০ ফুট নিচ থেকে বালু উত্তোলন করছে। ফলে ওই প্রান্তরের মাটি দেবে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিদ্যুতের খুঁটির কাছে কূপ খনন করায় ভয়াবহ দুর্ঘটনার শঙ্কাও থেকে যায়।

কুমিল্লা জেলা প্রশাসক জাহাংগীর আলম জানান, বিষয়টি তত্ত্বাবধানের দায়িত্ব বিদ্যুৎ বিভাগের। তারা যদি সমস্যা সমাধানে জেলা প্রশাসনের সহযোগিতা চায় তাহলে পূর্ণ সহযোগিতা করা হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন জানান, আমরা লিখিত আকারে অভিযোগ পেয়েছি। অফিস থেকে লোক পাঠিয়ে তাদের শর্ত দেওয়া হয়েছে মূল খুঁটি থেকে ১৫০ ফুট দূরে খনন কাজ করতে হবে। যদি এ শর্ত ভঙ্গ হয় তাহলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর