শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

কক্সবাজারের মূল্যবান সম্পদ ইজারা বন্ধের দাবি

কক্সবাজার প্রতিনিধি

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সাগর পাড়ের মূল্যবান সম্পদ পানির দরে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ইজারা না দেওয়ার দাবিতে কক্সবাজারে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, হোটেল শৈবাল পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ সম্পদ। পর্যটন করপোরেশন পরিচালিত এই হোটেল ও এর নয়নাভিরাম পরিবেশ কক্সবাজারের গুরুত্বপূর্ণ ঐতিহ্য। বক্তারা অভিযোগ করে বলেন, হোটেল শৈবালের মতো এই মূল্যবান সম্পদটি প্রাইভেট পার্টনারশিপের আওতায় নামমাত্র টাকায় ব্যক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে। এটি কক্সবাজারের মানুষ মেনে নেবে না। যেকোনোভাবে এই অপচেষ্টা প্রতিহত করা হবে। বক্তারা বলেন— কক্সবাজার ডায়াবেটিক হাসপাতাল, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমিসহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উচ্ছেদ করে এর জমিও ব্যক্তি এবং প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। ইঞ্জিনিয়ার কানন পালের সভাপতিত্বে পরিকল্পিত কক্সবাজারের সমন্বয়ক আবদুল আলীম নোবেলের সমন্বয়ে ও তেল-গ্যাস-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের জেলা সভাপতি প্রফেসর আবদুল বারী, মুহম্মদ নূরুল ইসলাম, মুহাম্মদ আলী জিন্নাত, শামসুল হক শারেক, সেক্টর কমান্ডারস ফোরাম-৭১ এর নেতা সোলতান মাহমুদ, পৌরকাউন্সিলর রফিকুল ইসলাম, কমরেড গিয়াস উদ্দীন, এমআর মাহবুব, দীপক শর্মা দীপু, আমানুল হক বাবুল, এইচএম নজরুল ইসলাম, তাহমিদুল মুনতাসির, নাজিম উদ্দীন, অনিল দত্ত, অ্যাড. আহছান উল্লাহ, আজিজ রাসেল।

সর্বশেষ খবর